জীবিকা, হজ্জ্ব কিংবা ভ্রমণের উদ্দেশ্যে প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি মধ্যপ্রাচ্যে পাড়ি জমান, এবং আরবি বলতে না পারায় প্রতারণা সহ নানা ভোগান্তির শিকার হন। তাই এমন বিড়ম্বনায় না পড়তে, বাংলা শব্দের সাথে মিলিয়ে সহজে শিখুন Spoken আরবি।
- 'কোর্সটি কিনুন' বাটনে ক্লিক করুন
- 'শুরু করুন' বাটনে ক্লিক করুন
- আপনার ফোন নম্বর বা ইমেইল দিয়ে লগ-ইন করুন
- লগ-ইন করা হয়ে গেলে 'এগিয়ে যান' বাটনে ক্লিক করুন
- আপনার পছন্দের পেমেন্ট মাধ্যমটি বেছে নিন এবং 'পেমেন্ট করুন' বাটনে ক্লিক করুন
- বিকাশ ব্যবহার করে পেমেন্ট করলে বিকাশ নম্বারটি ভবিষ্যৎ পেমেন্টের জন্য সেইভ করে রাখতে পারেন
- পেমেন্ট সম্পন্ন করার পর 'কোর্স শুরু করুন' বাটনে ক্লিক করলে সরাসরি আপনি কোর্সটি শুরু করতে পারবেন
- আপনার কেনা কোর্সটি আপনার প্রোফাইলের 'আমার কোর্সসমূহ' সেকশনে দেখতে পাবেন
- 'কোর্সটি কিনুন' বাটনে ক্লিক করুন
- 'শুরু করুন' বাটনে ক্লিক করুন
- পেমেন্ট মাধ্যম থেকে বিকাশ বেছে নিন। ভবিষ্যৎ ব্যবহারের জন্য আপনি চাইলে বিকশ নম্বরটি সেইভ করে রাখতে পারবেন
- 'পেমেন্ট করুন' বাটনে ক্লিক করুন। আপনাকে বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে
- আপনার বিকাশ নম্বর এবং পিন নম্বর দিয়ে কনফার্ম করুন, আপনার পেমেন্ট সম্পূর্ণ নিরাপদ
- পেমেন্ট করা হয়ে গেলে সরাসরি আপনাকে কোর্সের পেইজে নিয়ে আসা হবে। 'কোর্স শুরু করুন' বাটনে ক্লিক করলে সরাসরি আপনি কোর্সটি শুরু করতে পারবেন
-বিকাশ পেমেন্ট সম্পর্কে আরও জানতে ভিডিওটি দেখতে পারেন: https://youtu.be/5wfn60rmWX4
দুঃখিত! একবার কোন কোর্স কেনা হয়ে গেলে সেই কোর্সটিতে আর ভর্তি বাতিল করতে পারবেন না।
যেকোনো সমস্যার ক্ষেত্রে,
কল করুনঃ 16910
ইমেইল করুনঃ support@10minuteschool.com
অথবা এই ফর্মটি পূরণ করুনঃ https://forms.gle/buwAfFXP8V6c7gbY7
-পেমেন্ট করার পর 'কোর্স শুরু করুন' বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে কোর্সে নিয়ে যাওয়া হবে
-পরবর্তীতে আপনার প্রোফাইল সেকশন থেকে 'আমার কোর্সসমূহ' অপশনটি ক্লিক করুন
-আপনার এনরোল করা সকল কোর্স এখানে পেয়ে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লগইন করা থাকতে হবে
-আরো জানতে ভিডিওটি দেখুনঃ https://youtu.be/eDrXWrl-SOU
- পাসওয়ার্ড ভুলে গেলে, লগ-ইন করার সময় নিচে "Forget Password/পাসওয়ার্ড ভুলে গেছেন?" অপশনটিতে ক্লিক করুন
- আপনার ফোন নম্বর বা ইমেইলে পাওয়া 4 সংখ্যার OTP কোডটি লিখুন এবং 'সাবমিট' বাটন এ ক্লিক করুন
- এবার আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে 'সাবমিট' বাটন এ ক্লিক করুন। ভবিষ্যতে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে আপনার প্রোফাইলের 'পাসওয়ার্ড পরিবর্তন করুন' অপশন থেকে পুনরায় নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।